Breaking
25 Dec 2024, Wed

সদরগছে বিধাননগর ২নম্বর অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়ি থেকে উদ্ধার ৪০ লক্ষ টাকার স্পিরিট

জেএনএফ ওয়েব ডেস্ক :- শনিবার সন্ধ্যায় শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের সদরগছে বিধাননগর ২ নম্বর অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকারের বাড়িতে বিহার পুলিশ এবং বিধাননর থানার পুলিশ যৌথ অভিযান চালায়। এরপর সেখান থেকে উদ্ধার ২০০ লিটার করে স্পিরিট বোঝাই ৯০টি ড্রাম, ২৪টি কাঁচের বোতল বোঝাই ৩০টি কার্টুন,১টি প্লাস্টিক জার ছাড়াও ৫০টি খালি ড্রাম। এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া স্পিরিটের বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ ৫০ হাজার টাকা। এই বিষয়ে রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত বলেন যে বিধাননগর থানা একটি অভিযান চালিয়েছে শুনেছি। এবং আমি বিষয়টি শুনে জানাচ্ছি। প্রসঙ্গত নকল মদ তৈরি করে বিহারে পাচার করার অভিযোগে চলতি মাসের ১৯ তারিখ রাতে শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ সরকারকে গ্রেফতার করে বিহার পুলিশ। এরপর শনিবার সন্ধ্যায় বিশ্বজিৎ সরকারের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় স্পিরিট সহ বিভিন্ন সামগ্রী।

Developed by