Breaking
1 Nov 2024, Fri

সমাজসেবী স্ট্যান স্বামীকে হত্যার প্রতিবাদে ও কালাকানুন বাতিলের দাবিতে সারাভারত আইনজীবী সংঘের বিক্ষোভ কর্মসূচী জলপাইগুড়িতে

জেএনএফ ওয়েব ডেস্ক :-  সমাজসেবী স্ট্যান স্বামীকে হত্যার প্রতিবাদে এবং কালাকানুন বাতিলের দাবিতে সারাভারত আইনজীবী সংঘের বিক্ষোভ কর্মসূচী জলপাইগুড়িতে।  উল্লেখ্য জেল  হেপাজতে বিশিষ্ট সমাজ কর্মী স্ট্যান স্বামী-র মৃত্যুর প্রতিবাদে ইউএপিএ( UAPA) আইনের অপপ্রয়োগ ক‍রে জেলে আটক সমস্ত বুদ্ধিজীবীদের মুক্তি এবং কেন্দ্রীয় সরকারের এই কালা কানুন বাতিলের দাবিতে শুক্রবার অল ইন্ডিয়া ল-ইয়াস ইউনিয়ন এবং কংগ্রেস আইনজীবী সেলের জেলা শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সামিল হন জলপাইগুড়ি  জেলা আদালত চত্বরে । সারাভারত আইনজীবী সংঘের সম্পাদক শঙ্কর দে বলেন অল ইন্ডিয়া ল-ইয়াস ইউনিয়নের এবং কংগ্রেস আইনজীবী সেলের পক্ষ থেকে  বিক্ষোভ সমাবেশের  মধ্য দিয়ে বার্তা দেওয়া হয় এই আইন বাতিল করতে হবে এবং এই কারাগারে আর কোন রকম  বিচারাধীন বন্দী মৃত্যু না ঘটে সেটা সিকিওর করার দাবি জানান। সারাভারত আইনজীবী সংঘের সদস্য  নির্মল ঘোষ দস্তিদার বলেন  মানবাধিকার কর্মী স্ট্যান স্বামী ছিলেন তিনি। ইউএপিএ  (UAPA) আইন বাতিল করতে হবে, ১২৪এ-র এ ধারা বাতিল করতে হবে , সংবিধানের ২১ আটিক‍্যাল আর বেশী স্বক্রিয় করতে হবে এবং নির-অপরাধ    মানুষের উপর স্বৈরতান্ত্রিক অত‍্যাচার বন্ধ করাও দাবি করেন এদিনের বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে।

Developed by