Breaking
1 Nov 2024, Fri

জলপাইগুড়ি মেডিকেল কলেজে প্রয়োজনে এই মুহুর্তেই পঠন-পাঠন শুরু করা যাবে ;
উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়

জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়ি মেডিকেল কলেজে প্রয়োজনে এই মুহুর্তেই পঠন-পাঠন শুরু করা যাবে বলে জানালেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। মেডিকেল কলেজের দুটি বিভাগ থাকছে দুই জায়গায়। প্রথম বিভাগটি তৈরি হবে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি সংলগ্ন এলাকাতে যার শিলান্যাস মুখ্যমন্ত্রী ২০২০ সালের ৩০ শে সেপ্টেম্বর করেছিলেন। অন্য বিভাগটি হবে জলপাইগুড়ি সদর হাসপাতাল এলাকাতে।  বিল্ডিং কন্সট্রাকশনের  কাজ এখনও শুরু না হলেও বর্তমানে যা পরিকাঠামো রয়েছে তাতে এই মুহূর্তেই মেডিকেল কলেজে পঠন পাঠন শুরু সম্ভব হবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। এ নিয়ে বিস্তারিত তিনি আর কি বলেছেন, আসুন একবার শুনে নেওয়া যাক।

Developed by