Breaking
23 Dec 2024, Mon

অসম-বাংলা সীমান্তে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং1

জেএনএফ ওয়েব ডেস্ক :-:আসাম-বাংলা সীমান্তের গোঁসাইগাঁও-এ অসম রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। শুক্রবার সকাল দশটা নাগাদ, সিকিম থেকে সড়কপথে, আসাম- বাংলা সীমান্তের পাকৃগুরি শ্রীরামপুর, হয়ে অসমের গোঁসাইগাঁও জেলায় পৌঁছায় সিকিম এর মুখ্যমন্ত্রী।
এদিন, সকাল থেকেই নিরাপত্তা-ব্যবস্থা সুনিশ্চিত করতে, আসাম- বাংলা ৩১ নং জাতীয় সড়কে ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বেঙ্গল পুলিশ এর প্রশাসনিক আধিকারিকদের। সিকিমের মুখ্যমন্ত্রী কে সম্মান ও সম্বর্ধনা জানায় “অসম” প্রশাসন।
মূলত, জানা যায় গত কয়েকদিন আগেই “আসাম রাজ্য থেকে সিকিম- বাংলা সীমান্তে, সিকিমে চোরাই পথে প্রবেশ করতে গিয়ে, পাচারকারী সহ ৪২ জন শিশু আটক করে “সিকিম” পুলিশ প্রশাসন। “সিকিম” পুলিশের দেওয়া সেই শিশু পাচারকারীর সূত্র ধরে “অসম” এর চিরাং থেকে আরো দুজন মূল পাচারকারীর পান্ডাকে গ্রেপ্তার করে “অসম” পুলিশ।
এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসম পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, অসম পুলিশকে পাচারকারীর তথ্য দেওয়ার পাশাপাশি ৪২ জন শিশুকে তারা সুরক্ষিত অবস্থায় “আসাম” প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। তাদের পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য।
এর পাশাপাশি, মুখ্যমন্ত্রী আরও জানান, তাদের সরকার গঠনের পরেই, “সিকিম বিধানসভায়” তাড়া একটি বিল পাস করেছেন যার দরুন, তাদের রাজ্যে কারো বাড়িতে ,অথবা ফ্যাক্টরিতে কাজের জন্য কোন কর্মচারী নিয়োগ করতে হলে তার নাম এবং ঠিকানা সহ তার নিকটবর্তী থানায় রেজিস্টার করাতে হবে।

Developed by