Breaking
24 Dec 2024, Tue

শুয়োর ধরার অভিযান শুরু করল জলপাইগুড়ি পুরসভা

জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের শুয়োর ধরার অভিযান শুরু করল জলপাইগুড়ি পুরসভা। শুক্রবার শহরের বাবুপাড়া এলাকা থেকে এই অভিযান পুনরায় শুরু করা হয়। অভিযানে এদিনও নেতৃত্ব দেন পুর প্রশাসক সৈকত চট্টোপাধ্যায়। ২০১৭ সাল থেকে প্রথম শুয়োর ধরার অভিযান শুরু করেছিল পুরসভা, মাঝে করোনা জনিত ও লকডাউনের কারণে বাধ্য হয়ে এই অভিযান বন্ধ রাখা হয়েছিল বলে জানান সৈকত বাবু। তখন নবম দফার অভিযানে প্রায় ৪৫০ টি শুয়োর ধরা হয়েছিল। এদিন দশম দফায় জলপাইগুড়ি শহরের বাবুপাড়া থেকে শুয়োর ধরার অভিযান শুরু করা হল। এ পর্যন্ত দুটি শুয়োর ধরা হয়েছে বলে জানান তিনি। যারা শুয়োরের ব্যবসা করছে তারা অনেকেই প্রভাবশালী। শুয়োরের অভিযান বিষয়ে  তাদের কানে পৌঁছানোর আগেই আচমকাই এভাবে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রাখবে পুরসভা। বাধা দেওয়ার চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুর প্রশাসন বলে জানান সৈকত বাবু।

Developed by