Breaking
25 Dec 2024, Wed

দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে জন্ম নিল একটি রেডপান্ডা

জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের খুশির হাওয়া দার্জিলিং চিড়িয়াখানায়। দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে জন্ম নিল আরও একটি রেডপান্ডা। এই বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর রেডপান্ডা দম্পতি ইয়েসি ও পাবু এই রেডপান্ডাটির জন্ম দিয়েছে। শাবক এবং মা ইয়েসি দুজনই ভালো আছে। শাবকটির জন্ম হয়েছে টোপকেদারা রেডপান্ডা প্রজনন কেন্দ্রে।

Developed by