Breaking
26 Dec 2024, Thu

ছাত্র-ছাত্রীদের ভর্তির ফিস কমানোর দাবিতে কলেজ প্রিন্সিপাল কে ডেপুটেশন তৃণমূল ছাত্র পরিষদের


জেএনএফ ওয়েব ডেস্ক :-বর্তমান শিক্ষাবর্ষে কলেজে প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের ভর্তির ফিশ কমানোর দাবিতে বৃহস্পতিবার দুপুরে নদীয়ার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপালকে লিখিত আকারে ডেপুটেশন দেওয়া হলো তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। বর্তমান করোনা মহামারীর প্রভাবে বহু মানুষ আজ কর্মহীন হয়ে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে দিন যাপন করছেন। ফলে কর্মহীনতার কারণে বহু পরিবার আজ অসহায়। সেইসব পরিবারভুক্ত ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে বর্তমান শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের কলেজে ভর্তির ফিস কমানোর দাবিতে এই দিন দুপুরে নবদ্বীপ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল কে লিখিত আকারে ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি এই দাবীতে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ সংসদের সদস্যরা কলেজের মূল গেটে বসে তাদের দাবি তুলে ধরেন। যেকোনো রকম প্রতিকূল পরিস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সকল ছাত্র-ছাত্রীদের পাশে থেকে কাজ করে চলেছে বলে এই দিন জানান নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ চ্যাটার্জী।

Developed by