Breaking
26 Dec 2024, Thu

শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন ছাত্র ফেডারেশন শান্তিপুর এসএফআইয়ের পক্ষ থেকে

জেএনএফ ওয়েব ডেস্ক:- স্কুলের ফিস কমাতে হবে স্কুল-কলেজ খুলতে হবে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে সহ একাধিক দাবি নিয়ে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন ছাত্র ফেডারেশন শান্তিপুর এসএফআইয়ের পক্ষ থেকে। বৃহস্পতিবার শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চবিদ্যালয়ের সামনে দীর্ঘক্ষন অবস্থান-বিক্ষোভ করে ছাত্র ফেডারেশন এসএফআইয়ের ছাত্রছাত্রীরা। অবস্থান-বিক্ষোভ এর মধ্য দিয়ে তারা দাবি করেন,করোনা আবহের মধ্যে যখন বিভিন্ন রাজনৈতিক সমাবেশ থেকে শুরু করে সমস্ত কিছুই অবাধে চলছে তখন স্কুল-কলেজ বন্ধ রেখে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে রাজ্য সরকার। এছাড়াও উচ্চ বিদ্যালয় গুলোতে মাসিক ফিস বেড়ে চলেছে অবিলম্বে তা কমাতে হবে, কারণ। কার্যত লকডাউনে অনেক পরিবারই কাজ হারিয়েছেন এমত অবস্থায় কি করে তারা স্কুলের অতিরিক্ত ফিস দেবে। পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে ভ্যাকসিনের দাবি জানান তারা। তারা এও জানান, সারা রাজ্যজুড়ে যেভাবে একের পর এক ভ্যাকসিনের দুর্নীতি সামনে আসছে এবং নকল ভ্যাকসিনের কর্মকান্ডের সাথে যারা যুক্ত একে একে তাদের মুখোশ খুলছে। সেখানে লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক নকল ভ্যাকসিনের অভিযুক্তরা রাজ্যের শাসক দলের সাথে জড়িত। কিন্তু সব জেনেশুনেও রাজ্য সরকার নিশ্চুপ, আমরা দাবি করছি রাজ্য সরকারকে সঠিক ভূমিকা গ্রহণ করতে হবে এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে করোনা বিধী মেনে সমস্ত স্কুল-কলেজ গুলি খুলতে হবে। এই সমস্ত চার দফা দাবি নিয়ে এদিন অবস্থান বিক্ষোভে শামিল হয় তারা।

Developed by