জেএনএফ ওয়েব ডেস্ক :- লোকালয় থেকে পুর্ন বয়স্ক হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। সকাল বেলায় হাতির মৃতদেহ প্লাস্টিক দিয়ে ঢেকে দিল বনবিভাগ। ঘটনাটি ঘটেছে মান্তাদারি গ্রামপঞ্চায়েতের ষোলোডাঙ্গা এলাকায়।ইলেকট্রিক শকে মৃত্যু না স্বাভাবিক মৃত্যু তা খতিয়ে দেখতে ময়নাতদন্ত করবে বনবিভাগ।জানা যায়, গতকাল রাতে হাতিটি মান্তাদারি গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হাতি টিকে দেখা গেছে।।কিন্তু হঠাৎই কীভাবে হাতিটি মারা গেল তা নিয়ে প্রশ্ন উঠছে।লোকালয়ে এসে ইলেকট্রিক শকে মৃত্যু কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । এইভাবেহাতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনার কারন জানতে হাতিটির ময়নাতদন্ত করবে বনবিভাগ।যদিও বৈকুন্ঠপুর বনবিভাগের বনাধিকারক হরিকৃষ্ণান জানান,প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু।তবে মৃত্যুর প্রকৃত কারন জানতে আমরা হাতিটির ময়নাতদন্ত করব।তারপরেই বোঝা যাবে কীভাবে হাতিটি মারা গেল।