Breaking
27 Dec 2024, Fri

হ‍্যামিল্টণগঞ্জ কালিবাড়ি এলাকায় হৃদয়ে ভগৎ সিং এর পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজিত হল

জেএনএফ ওয়েব ডেস্ক :- হ‍্যামিল্টণগঞ্জ কালিবাড়ি এলাকায় হৃদয়ে ভগৎ সিং এর পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজিত হল । করোনা আবহে হাসপাতালের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের ঘাটতি দেখা দিয়ে সেই ঘাটতি মেটাতে বৃহস্পতিবার হৃদয়ে ভগৎ সিং নামক সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজিত হয় । এদিনের রক্তদান শিবিরে প্রায় ৮০ জন রক্তদান করে। সংগৃহিত রক্ত আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে। এদিনের রক্তদান শিবিরে বাইক আ্যম্বুলেন্স দাদা পদ্মশ্রী করিমূল হক উপস্থিত ছিলেন।

Developed by