জেএনএফ ওয়েব ডেস্ক:- লোকাল ট্রেন চালুর দাবিতে সই সংগ্রহ অভিযান জলপাইগুড়িতে এসইউসিআই ‘র। দীর্ঘদিন ধরে হলদিবাড়ি , জলপাইগুড়ি, শিলিগুড়ি, এনজিপি পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ। এতে সমস্যায় সাধারণ মানুষ। হলদিবাড়ী -শিলিগুড়ি জংশন লোকাল ট্রেন অবিলম্বে চালু , পুনরায় তিস্তা- তোর্সা এক্সপ্রেসের তিস্তা অংশকে অবিলম্বে হলদিবাড়ী স্টেশন থেকে চালু , দার্জিলিং মেলের অংশ বিশেষ করে পূর্বের ন্যায় হলদিবাড়ী স্টেশন থেকে করতে হবে ও কয়েকটি বগি বৃদ্ধির দাবিতে রাস্তায় নামলো জলপাইগুড়ি এস ইউ সি আই শহর লোকাল কমিটি। বৃহস্পতিবার শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে ট্রেন পরিষেবাকে বেসরকারি করণ করার প্রতিবাদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ শুরু করলেন দলের নেতাকর্মীরা। এসইউসিআই এর শহর লোকাল কমিটির সদস্য সুজয় লোধ বলেন, হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি হয়ে এনজেপি পর্যন্ত যে লোকাল ট্রেন চলত বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে দার্জিলিং মেলের তিনটি বগি দেওয়া হত হলদিবাড়ি থেকে সেটাও তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন । এর প্রতিবাদে আন্দোলন চলবে । এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সুজয় লোধ, দেবাশীষ সরকার , ঝর্না রায় , শ্যামল দাস সহ অন্যান্যরা ।