জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভিআরডিএল ল্যাবের সূচনা হল বুধবার। এ বিষয়ে উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায় বলেন, এদিন থেকে আরটিপিসিআর টেস্ট পরীক্ষামূলকভাবে শুরু হল। এখান থেকে এর রিপোর্ট যাবে আইসিএমআর পোর্টাল ভুবনেশ্বরে। ওখান থেকে রিপোর্ট সবুজ সংকেত হয়ে আসার পরেই পুরোদস্তুর এই কাজ শুরু হবে বলে জানান তিনি। এর ফলে প্রতিদিন ৮০০ রোগীর আরটিপিসিআর টেস্ট করা সম্ভব হবে। আগামী শুক্রবার থেকেই এ কাজ সম্পূর্ণরূপে শুরু করা যাবে বলে জানিয়েছেন ডক্টর রায়।