Breaking
27 Dec 2024, Fri

দাঙ্গাপাড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল ছোট গাড়ি,আহত ৫

জেএনএফ ওয়েব ডেস্ক :-মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের দাঙ্গাপাড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল ছোট গাড়ি। এই ঘটনায় আহত পাঁচজন। জানা গিয়েছে যে এদিন ওই ছোট গাড়িটি শিলিগুড়ি থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল। এরপর আচমকাই ওই ছোট গাড়ির চাকা ফেটে যায়। এবং চালক নিয়ন্ত্রণ না করতে পারায় রাস্তার পাশে উল্টে যায়। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে। এবং সেখানে তাদের মধ্যে চারজনের অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। অপরদিকে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

Developed by