Breaking
1 Nov 2024, Fri

শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে সাফাই কর্মীদের মাস্ক ও রেইনকোট দেওয়া হল

জেএনএফ ওয়েব ডেস্ক :-মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে সাফাই কর্মীদেল মাস্ক ও রেইনকোট তুলে দেওয়া হল। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক মন্ডলীর সদস্য অলোক চক্রবর্তী,বিবেক বৈদ ও পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া। জানা গিয়েছে যে এদিন প্রায় ২ হাজার ২৬০ জনকে মাস্ক ও রেইনকোট দেওয়া হয়েছে। এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে পুর নিগমের ২২৬০ জন সাফাই কর্মীদের রেইনকোট এবং মাস্ক বিতরণ করা হলো। এছাড়া গামবুট,স্যানিটাইজার, টুপি ইত্যাদি প্রস্তুত আছে যা শীঘ্রই দেওয়া হবে। এর পাশাপাশি তিনি আরও যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সমস্ত সাফাইকর্মীদের বছরে দু-বার স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং কোন রোগ ধরা পড়লে পুর নিগম ও রাজ্য সরকার থেকে তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

Developed by