Breaking
27 Dec 2024, Fri

মাধ্যমিকে ৬৯৭ পেয়ে প্রথম হয়েও পরীক্ষায় বসতে না পারার আক্ষেপ যাচ্ছে না অর্ঘদীপের

জেএনএফ ওয়েব ডেস্ক :- মাধ্যমিক ৬৯৭ পেয়েও জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পারলাম না,  আক্ষেপ আলিপুরদুয়ারের অর্ঘদ্বীপ দেবনাথের।আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অর্ঘদ্বীপ দেবনাথ এবার মাধ্যমিকে ৬৯৭ পেয়েছে। ছোট বেলা থেকেই ক্লাসে প্রথম হয় অর্ঘদ্বীপ। এবার জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পারেনি অর্ঘদ্বীপ। সেই আক্ষেপ রয়েছে। তবুও রেজাল্টে খুশি সে। আপাতত উচ্চমাধ্যমিক সম্পূর্ন করে জয়েন্ট দেবে সে। পরবর্তীতে কি করবে তা এখনও ভাবেনি অর্ঘদ্বীপ। বাবা তপন দেবনাথ রেলের অফিসার। মা কাবেরি দেবনাথ গৃহবধু। ম্যাকউইলিয়াম স্কুলে একমাত্র অর্ঘদ্বীপ এত বেশি নম্বর পেয়েছে। খুশি স্কুলের শিক্ষকরা।

Developed by