জেএনএফ ওয়েব ডেস্ক :- ভুয়ো আইএএস অফিসার এর হাদিস পেল পুলিশ। ওই আই এ এস অফিসার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা অভিযোগে তাকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। মধ্যরাত্রে নবদ্বীপের একটি হোটেল থেকে অচিন্ত্য ব্যানার্জি নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি মানুষের সঙ্গে প্রতারণা করছেন বলে অভিযোগ।। জানা যায় নদিয়ার কৃষ্ণনগরে অচিন্ত্য ব্যানার্জি নামে এক ব্যক্তি তার গাড়িতে ভুয়ো নীল বাতি লাগিয়ে নিজেকে আই এ এস অফিসার হিসাবে পরিচয় দিয়েছে।কল্যাণী থানা এলাকার অভিজিৎ রায় নামে এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার নাম করে প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। অভিজিৎ রায় দীর্ঘদিন ধরে টাকা দেওয়ার পর তার সন্দেহ হয় যে তিনি আসলে আইএএস অফিসার নয়।এর পরেই বিভিন্ন জায়গায় খোজ নিয়ে দেখেন তিনি ভুয়ো আইএএস অফিসার হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। দিন কয়েক আগে নদিয়ার কৃষ্ণনগরে এক মহিলার নিজেকে সিআইডি পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। প্রথমে ওই ব্যক্তির অভিযোগ নিতে পুলিশ অস্বীকার করে বলে অভিযোগ।এর পর রানাঘাট কেন্দ্রে সাংসদ জগন্নাথ সরকারের সহযোগিতায় প্রতারিত ব্যক্তি অচিন্ত্য ব্যানার্জির নামে প্রতারণার অভিযোগ দায়ের করেন কোতয়ালী থানায়। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাত্রে নবদ্বীপের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানার পক্ষ থেকে আজ ধৃতকে কৃষ্ণনগর আদালতে হাজির করা হবে।