Breaking
27 Dec 2024, Fri

সর্ব সাধারণের জন্য ট্রেন চালুর দাবিতে সিআইটিইউর অবস্থান-বিক্ষোভ নদীয়ার শান্তিপুর রেলস্টেশনে

জেএনএফ ওয়েব ডেস্ক :- সর্ব সাধারণের জন্য ট্রেন চালুর দাবিতে সিআইটিইউর অবস্থান-বিক্ষোভ নদীয়ার শান্তিপুর রেলস্টেশনে।রেল স্টেশন সংলগ্ন ভ্যান রিক্সা চালক ইউনিয়ন, টোটো অটো সংগঠন, রেলওয়ে হকার ইউনিয়ন সহ বিভিন্ন অসংগঠিত শ্রমিকরা সমবেত হন এই বিক্ষোভ সমাবেশে ।
সিপিআইএম নেতা সৌমেন মাহাতো এবং অদ্বৈত দাস তাদের ভাষণের মধ্য দিয়ে, বর্তমান সরকারের বিভিন্ন বিরোধী তীব্র ভৎসনা করেন, ভ্যাকসিন দুর্নীতি, পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বমুখী দাম নিয়ে রাজ্য কেউ একহাত নিতে ছাড়েন নি তারা।তাদের বক্তব্য , মানুষকে কর্মহীন করে, গন পরিবহন ব্যবস্থা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে দুই সরকারের মিলিত চক্রান্তে। তারা জোরালো দাবি করেন, সাধারণ মানুষের স্বার্থে জনগণের দাবিতে অবিলম্বে সমস্ত পরিবহন ব্যবস্থা চালু করার জন্য। এরপর শান্তিপুর স্টেশন ম্যানেজারের কাছে একটি ডেপুটেশন দিয়ে, নেতৃত্বরা জানান, ডেপুটেশনে গৃহীত হয়েছে এবং রেল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে বলে জানানো হয়েছে।

Developed by