ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার হাঁসখালি থানার ফতেপুর থেকে ৩১ টি বেলে বোড়া সাপ। বিরল প্রজাতির এই সাপ উদ্ধার করল বিএসএফ। সাধারণত এই প্রজাতির সাপ গুলি মরুভূমি ও বালিতেই দেখতে পাওয়া যায়। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকায় চোরাকারবারীরা তিনটি ড্রামে করে সাপগুলি বাংলাদেশে পাচার করছিল। মনে করা হচ্ছে এগুলি রাজস্থান বা মরুভূমি এলাকা থেকেই বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। কর্তব্যরত বিএসএফ জওয়ানদের দেখেই তারা ড্রাম ফেলে পালিয়ে যায়। সেই গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে ৩১ টি বেলেবোরা বিরল প্রজাতির সাপ। বিএসএফের তরফ থেকে সাপগুলি রানাঘাট বনদপ্তর হাতে তুলে দেওয়া হয়েছে।