Breaking
26 Dec 2024, Thu

নিশীথের নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতা প্রশ্নে মুখ খুললেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী

জেএনএফ ওয়েব ডেস্ক :- স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা ও নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের উত্তর দিতে এই প্রথম মুখ খুললেন বিজেপি নেতৃত্ব। আজ কোচবিহারে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদ সম্মেলন করেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী।
তিনি নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের উত্তরে বলেন, “অসমের একজন কংগ্রেস নেতা নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর সাথে সুর মিলিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কিছু অন্য বিরোধী দলের নেতৃত্বরা। যে সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে এই অভিযোগ করছেন। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে নিশীথ বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ি এলাকার বংশদ্ভুত। আমাদের দেশের অনেকেই আছেন যারা ভারতীয় বংশদ্ভুত হয়ে বিদেশে রয়েছেন। এমনকি কোচবিহার রাজ পরিবারের এক সদস্য ইংলন্ডের মহারাণীর দফতরে উচ্চপদস্থ কর্মী ছিলেন। এতে সমস্যা কোথায়? নিশীথ প্রামাণিকের জন্ম কোচবিহারে। তাঁর লেখাপড়া দিনহাটা ভেটাগুড়ি স্কুল থেকে। তিনি রাজনীতি শুরু করেছেন এই জেলা থেকেই। কাজেই এসব অভিযোগের কোন ভিত্তি নেই।”
এরপরেই সাংবাদিকরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের উত্তর জানতে চান। সেই উত্তরে মিহির বাবু বলেন, “ভারতের রাজনীতিতে দুটি দিক রয়েছে। একটা ব্যুরোক্র্যাটিক, অন্যটি ডেমোক্র্যাটিক। ডেমোক্র্যাটিকরা মূলত মাটির সাথে যুক্ত মানুষদের সঙ্গে যুক্ত থাকেন। তাঁদের নানান সমস্যা নিরাময়ের জন্য ভাবনা চিন্তা করেন। আর সেই ভাবনা চিন্তার নানান আইনি দিকে দেখে বাস্তবায়িত করেন ব্যুরোক্র্যাটিকরা। তাই ভারতীয় রাজনীতিতে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ স্কুল সার্টিফিকেটের প্রয়োজন হয় না।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে নিশীথ প্রামাণিককে সেদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ির এক সময়কার বাসিন্দা বলে জানিয়ে খবর করে। সেখানে পলাশবাড়ী এলাকায় থাকা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আত্মীয়স্বজনদের বক্তব্য দেখানো হয়। এরপর থেকেই নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শুধু তাই নয়, ২০১৯ এর লোকসভায় প্রার্থী হওয়ার সময় হলপনামায় নিজের যোগ্যতা মাধ্যমিক পাশ বলে দেখিয়েছিলেন নিশীথ প্রামাণিক। এরপর লোকসভার সাংসদ হিসেবে তাঁর শিক্ষাগত যোগ্যতা ব্যাচালার অফ কম্পিউটার বলে দেখানো নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা স্যোসাল মিডিয়ায় সমালোচনার ঢেউ তোলেন। কিন্তু এনিয়ে এতদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে এবং বিজেপি দলের কোন নেতৃত্ব সেভাবে মুখ খোলেন নি। এদিন নিশীথ প্রামাণিক কেন সংবাদ মাধ্যমের সামনে এসে এনিয়ে কিছু বলছেন না? তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিহির বাবু বলেন, “বুদ্ধিমান লোকেরা সবসময় সব কথার উত্তর দিতে চান না। সময় এলে জনসমক্ষে নিজেকে প্রমাণ করে দেন।”

Developed by