Breaking
25 Dec 2024, Wed

ঘোষপুকুরের চেঙ্গা নদী থেকে উদ্ধার পাঁচ বছরের এক কিশোরের মৃতদেহ,ব্যাপক চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক :- সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের চেঙ্গা নদী থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত কিশোরের নাম আদিত্য লাকরা(৫)। সে হাওদাভিটা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে এদিন সকাল থেকে ওই কিশোর নিখোঁজ ছিল। এরপর ওই কিশোরের বাবা যখন বিকেলে থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করতে গিয়ে যায়। তখন তার ফোন আসে এবং জানতে পারে যে নদীতে একটি মৃতদেহ ভাসছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন তার ছেলে নদীতে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায় নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।

Developed by