Breaking
25 Dec 2024, Wed

শিলিগুড়ির ফুলেশ্বরী বাজার সাতদিনের জন্য বন্ধ করল প্রসাশন

জেএনএফ ওয়েব ডেস্ক:- সোমবার থেকে সাতদিনের জন্য শহর শিলিগুড়ির ফুলেশ্বরী বাজার বন্ধ করল প্রশাসন।বর্তমানে ওই এলাকায় সংক্রমণ বেড়েই চলেছে তাই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন। তবে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এই বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন যে তিনদিন বাজার খোলা রেখে একদিন করে বাজার বন্ধ করতো এবং মাস্ক এর ওপর জোর দিত তাহলে কিছুটা সুবিধা হত। কিন্তু টানা সাতদিন বন্ধ থাকার জন্য ব্যাপক সমস্যায় পড়েতে হচ্ছে। অপর এক ব্যবসায়ী বলেন যে পুলিশের মাইকিং এর প্রচারের মাধ্যমে জানতে পারলাম যে এই এলাকায় করোনার প্রভাব প্রচুর। একদিনের নোটিশে বাজার বন্ধের জন্য সমস্যায় পড়ে হচ্ছে সকলকেই।

Developed by