Breaking
25 Dec 2024, Wed

নম্বরবিহীন টোটো ধরতে অভিযানে নামল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ

জেএন এফ ওয়েব ডেস্ক :-সোমবার শিলিগুড়িতে নম্বরবিহীন টোটোগুলিকে ধরতে অভিযানে নামল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। এদিন সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন ট্রাফিক পয়েন্টে নম্বর বিহীন টোটো ধরা হয়। বেশ কিছুদিন থেকেই বিনা নম্বরের টোটোগুলি চলাচল করছে। যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে শিলিগুড়িতে। এর পরেই অভিযানে নেমে বেশ কিছু নম্বর বিহীন টোটো আটক করে। এই বিষয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে নম্বর বিহীন টোটোর বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। এবং প্রধান রাস্তাগুলিতে বিনা নম্বরের টোটো উঠতে দেখলেই ব্যবস্থা নেওয়া হবে।

Developed by