Breaking
26 Dec 2024, Thu

চাইনা ঘুড়ির সুতোয় গুরুতর জখম এক কলেজ ছাত্রী

জেএনএফ ওয়েব ডেস্ক :- আবারো চাইনা ঘুড়ির সুতোয় গুরুতর জখম এক কলেজ ছাত্রী। সুতোয় বেঁধে কেটে গেল গলার অনেকটা অংশ। অল্পের জন্য প্রাণে রক্ষা। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কলাবাগান পাড়া এলাকায়। সূত্রের খবর এদিন শান্তিপুর বড়বাজার এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যখন সঙ্গীতা হালদার নামে ওই যুবতী বাড়ি ফিরছিল ঠিক তখনই তার গলায় চায়না ঘুড়ির সুতো বেধে যায়। এরপরে ওই যুবতী চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর যুবতীকে বাড়ি পাঠানো হয়েছে। পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের দাবি এই প্রথম নয় এর আগেও চায়না সুতো দিয়ে ঘুড়ি ওড়ানোর কারণে একাধিক মানুষ গুরুতর জখম হয়েছেন। অল্পের জন্য সকলেই প্রাণে বেঁচে গেলেও প্রাণ নাশের আশঙ্কায় দিন কাটাচ্ছে তারা। এর আগেও শান্তিপুরের একাধিক সামাজিক সংগঠন চায়না সুতো ব্যবহারের প্রতিবাদে শান্তিপুর থানায় লিখিত ডেপুটেশন জমা দিয়েছেন। কিন্তু অভিযোগ পুলিশ কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ার কারণে এখনো রমরমিয়ে চলছে এই চায়না সুতো দিয়ে ঘুড়ি ওড়ানো। যার ফলে রাস্তায় বের হতে রীতিমতো ভয় পাচ্ছেন শান্তিপুর বাসীরা।

Developed by