Breaking
27 Dec 2024, Fri

হাতির তাণ্ডব ফালাকাটায়

জেএনএফ ওয়েব ডেস্ক :- হাতির হানা ফালাকাটা ব্লকে। ফের হানা দিল সংশ্লিষ্ট ব্লকের জটেশ্বর এক নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেংকান্দি গ্রামে। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে তিনটি বিশাল বুনো হাতি ওই এলাকায় ঢুকে শুরু করে তান্ডব। সংশ্লিষ্ট এলাকার চিত্তমোহন বর্মন, শাবুমোহন বর্মন, দিলীপ রায়, বিশেশ্বর বর্মনের ঘর ভেঙে দেয় পাশাপাশি ঘরে সঞ্চিত থাকা চাল, আটা খেয়ে নিমিষে সবার করে ফের জঙ্গলে ফিরে যায়। এদিন ক্ষতিগ্রস্তরা জানান, প্রায় দিনই হাতি হানা দেয় গ্রামে। সব সময় আতঙ্কের মধ্যে আমাদের থাকতে হয়। প্রায় রাতেই হাতি হানা দিয়ে ক্ষতি করছে।এই পরিস্থিতির একটা স্থায়ী সমাধানের দাবি জানান তারা।’

Developed by