Breaking
27 Dec 2024, Fri

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে পৌরসভায় এলেন মুখ্য পৌর প্রশাসক

জেএনএফ ওয়েব ডেস্ক :- পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ প্রতীকী প্রতিবাদে অংশ নিল রানাঘাট পৌরসভার মুখ্য পৌর প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি  সাইকেল করে রানাঘাট পৌরসভায় আসেন। মূলত পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম বৃদ্ধির প্রতিবাদে সাইকেল র‍্যালির  আয়োজন করে রানাঘাট ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন কোষলদেব বাবু নিজ বাসভবন থেকে বেরিয়ে প্রতিবাদী সাইকেল রালিতে  অংশ নেন।তারপর রানাঘাটের মুখ্য পৌর প্রশাসক  সাইকেল করে রানাঘাট পৌরসভায় পৌঁছন। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিনের প্রতিবাদী সাইকেল র‍্যালিতে অংশ নেন রানাঘাটের অসংখ্য তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

Developed by