Breaking
26 Dec 2024, Thu

মাথাভাঙ্গা হাসপাতাল চত্বরে যানজট ও অবৈধ দোকান সরানোর নির্দেশ মহকুমা প্রশাসনের

জেএনএফ ওয়েব ডেস্ক :- হাসপাতালের মূল গেটের সামনে যানজট ও হাসপাতালের ভিতরে অবৈধ দোকান তৈরি হওয়ায় অসুবিধায় পরতে হয় রোগীর আত্মীয় পরিজন ও অ্যাম্বুলেন্স চালকদের। এই অভিযোগ পাওয়ার পর রবিবার দুপুরে মাথাভাঙ্গা পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসক নড়েচড়ে বসেন। এদিন মাথাভাঙা মহাকুমার শাসক অচিন্ত্য কুমার হাজরা, মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, ট্রাফিক ওসি শাহ আলী ইমাম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মাথাভাঙা মহাকুমার হাসপাতালে পৌঁছান এবং যানজট মুক্ত করতে অবৈধ দোকানে পরিদর্শন করেন। এবং সেখানে থাকা ওই অবৈধ দোকান গুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

জানা গেছে, দীর্ঘদিন থেকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের মূল গেটের সামনে যানজট লক্ষ্য করা যায় প্রতিনিয়তই। এর পাশাপাশি কিছু অবৈধ দোকান তৈরি করে রাখা হয়েছে হাসপাতাল চত্বরের ভেতরে এবং মূল গেটের বাইরে। এই অভিযোগ আসছিল বিভিন্ন মহল থেকে। আর এই সমস্যায় পড়তে হয়েছিল রোগীর পরিজনদের থেকে শুরু করে সাধারণ মানুষসহ অ্যাম্বুলেন্স চালকদের। এই খবর পেয়েই নড়েচড়ে বসে মাথাভাঙ্গা পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসক।
এদিন মাথাভাঙা মহাকুমার শাসক অচিন্ত্য কুমার হাজরা, আমাদের কাছে অভিযোগ এসেছে মহকুমা হাসপাতালের সামনে ও ভিতরে তৈরি হওয়া অবৈধ দোকান গুলি নিয়ে। আজ আমরা সেখানে গিয়ে ওই দোকানদারের সাথে কথা বলি এবং যাতে দোকান গুলো দ্রুত সরিয়ে নেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি টোটো চালকদেরও সাবধান করা হয় অযথা হাসপাতাল চত্বরে যানজট যাতে তৈরী না করে। আজকের এই অভিযানে যানজট অনেকটাই কমবে বলে মনে করছি।

Developed by