Breaking
2 Nov 2024, Sat

দীর্ঘদিনের বেহাল শ্মশানঘাট সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী

জেএনএফ ওয়েব ডেস্ক :- দীর্ঘদিনের বেহাল শ্মশানঘাট সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের শ্মশানঘাটটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় বেহাল হয়ে পড়ায় এলাকাবাসী সংস্কারের দাবি করে আসছিল।অবশেষে সংশ্লিষ্ট ব্লকের জটেশ্বর দুই নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শ্মশানঘাট সংস্কারের কাজ শুরু হয়।সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় শ্মশানঘাট ও শ্মশান যাত্রীদের বিশ্রামঘর গড়ে তোলা হয়েছিল। তবে শ্মশানে ছিল না কোনও সীমানা প্রাচীর, ছিলো না উপযুক্ত জলের ব্যবস্থাও। ফলে এতদিন সমস্যায় পড়ছিলেন শ্মশানে দাহকার্য করতে আসা মানুষ জন। জানা গিয়েছে, জটেশ্বর বাজার এলাকা ছাড়াও হেদায়েত নগর, আলীনগর, জটেশ্বর হাসপাতাল পাড়া, সাহাপাড়া সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা শবদেহ দাহকার্য করতে রাত বিরাতে জটেশ্বরের এই শ্মশানঘাটটি ব্যাবহার করেন। বহুদিন থেকেই স্থানীয়রা ওই শ্মশানঘাটে পানীয় জলের কল ও পর্যাপ্ত আলোর ব্যাবস্থা করার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে স্থানীয় প্রশাসন সেই দাবি পূরণে উদ্যোগ নেয়। সম্প্রতি ওই এলাকায় জোরকদমে শ্মশানঘাট সংস্কারের কাজ শুরু হয়েছে। এবিষয়ে জটেশ্বর দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শ্মশানঘাট ও সীমানা প্রাচীর, পর্যাপ্ত আলো,পানীয় জলের ইত্যাদি কাজ শুরু হয়েছে।’ শ্মশানঘাট সংস্কারের কাজ দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে নতুন রূপে সাজতে চলেছে জটেশ্বরের শ্মশান ঘাট, ফলে খুশি এলাকাবাসী।

Developed by