Breaking
26 Dec 2024, Thu

তৃতীয় ঢেউ আসার আগেই জলপাইগুড়িতে কড়া নজরদারি জেলা প্রশাসনের !

জেএনএফ ওয়েব ডেস্ক :- তৃতীয় ঢেউ আসার আগেই নড়েচড়ে বসেছেন জলপাইগুড়ি জেলা প্রশাসন।। জেলাশাসকের নির্দেশে রবিবার সকালে জলপাইগুড়ি শহরের বড়ো বড়ো বাজারে মাস্কহীন মানুষদের বিরুদ্ধে অভিযান চলে। সদর SDO সুদীপ পালের নেতৃত্বে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও পুরসভাকে কে সাথে নিয়ে চলে এদিনের অভিযান। শহরের দিনবাজারে বাজার করতে আসা বিভিন্ন মাস্কছাড়া ক্রেতা-বিক্রেতা কে আটক করে এদিনের অভিযানে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কোতোয়ালি থানার পুলিশ।। গতকাল সন্ধ্যের পর থেকে শুরু হয়েছে মাস্কহীন মানুষদের বিরুদ্ধে এই অভিযান।। আগামীদিনেও অব্যাহত থাকবে মাস্কহীন অভিযান।। সদর এসডিও সুদীপ পাল জানান,, গতকাল অভিযান চালানোর পর অনেকটাই সচেতন হয়েছে জলপাইগুড়ি বাসী। প্রতিদিনই চলবে এ ধরনের অভিযান বলে জানান তিনি।।

Developed by