Breaking
29 Dec 2024, Sun

এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

জেএনএফ করোনা ডেস্ক :-এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য,পরিবারের দাবি শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই যুবককে, মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালীর সোনাতনপুর আঁটির পাড়া এলাকায় । পরিবারের দাবি প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায়  কলাতলা বাজারে কম্পিউটার শিখতে যায় । প্রতিদিন রাত ১১ টায় বাড়ি ফেরে । মৃত যুবক  প্রশান্ত বিশ্বাস (২৫) মাজদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের বি এ পাশ করে চাকরির জন্য কম্পিউটার প্রশিক্ষণ নিতে প্রতিদিন যেতেন । দুই ভাই বরভাই ফুলের চাষ করে সুকান্ত বিশ্বাস । প্রতিদিন রাত ২ পার সময় ফুল বেচতে যান বাজারে ।আজ ও ফুল বেচতে যাবার সময় মটর সাইকেল না পেয়ে ভাই এর ঘরে গিয়ে দেখে ভাই নেই ।তখন  খোঁজ খবর নিতে গিয়ে দেখতে পায় বাড়ির সামনে পুকুরের উপর মটর সাইকেল পড়ে রয়েছে । সঙ্গে সঙ্গে বাড়ী থেকে বাবা মাকে বলে । ছুটে আসেন প্রতিবেশীরা । তারা দেখেন পুকুরে পড়ে রয়েছে দেহ । সঙ্গে সঙ্গে তারা জল থেকে মৃত দেহ তুলে  আনেন । পরিবারের প্রধান বাবা শ্রীকান্তের দাবী আমার ছেলেকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । এরপর হাঁসখালি থানার খবর দেওয়া হয় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে অনেক দেরি করে । ফলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন । প্রতিবেশীদের দাবি এই গ্রামে প্রতিদিন সন্ধ্যা হলেই মদ ও জুয়ার আসর বসে প্রশাসন নীরব দর্শক । কোন দিন আসেও না এই গ্রামে । ফলে একরাশ খোভ উগরে দেন এলাকাবাসী । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাবার চেষ্টা করলে গ্রামবাসীরা বাধা দেয় । তাদের বক্তব্য আগে আসামি গ্রেফতার করা হোক ।এলাকায় শোকের ছায়া ।

Developed by