জেএনএফ ওয়েব ডেস্ক :- ঝাড়গ্রাম জেলার বন দফতরের জাম্বনী রেঞ্জের অন্তত চিচড়া বিটের চিচড়া গ্রামে তাঁর নিজের বাড়ির সামনে একটি হাতির হামলায় কিছু দিন আগে আহত হয় সেক আকতার হোসেন। এতে গুরুতর জখম হয়ে তিনি মেদিনীপুরে চিকিৎসা ছিলেন এবং দীর্ঘ চিকিৎসার পর বাড়ি ফিরে আসায় শনিবার তার বাড়িতে গিয়ে বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা এবং জাম্বনী রেঞ্জের বনাধিকারিক গোপন কুমার ঘোষ এবং জাম্বনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত অধিকারীর উপস্থিতেতে সেক আকতার হোসেন ও তার পরিবারের হাতে সরকারি সাহায্য হিসাবে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় বন দফতরের পক্ষ থেকে। এখনো ঠিক ভাবে তিনি সুস্থ হয়ে উঠেন নি ,আরো কিছুদিন তার চিকিৎসার প্রয়োজন বলে তার পরিবারের লোকরা জানান। তবে ওই এলাকার বিধায়ক দেবনাথ হাঁসদা তার পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন আগামী দিনে ওর চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন হবে তিনি তার ব্যবস্থা করবেন এবং তার পরিবারের পাশে থেকে তার ক্ষমতা অনুযায়ী তিনি সাহায্য করবেন বলে জানান।