Breaking
1 Nov 2024, Fri

করোনার তৃতীয় ঢেউ আসার আগে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল জলপাইগুড়ি পুরসভায়
 

জেএনএফ ওয়েব ডেস্ক :- করোনার তৃতীয় ঢেউ আসার আগে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল জলপাইগুড়ি পুরসভায়। জেলাশাসকের নির্দেশে শনিবার সদর মহকুমা শাসক, পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য, পুলিশ প্রশাসন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও টোটো চালকদের ইউনিয়নের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, করনার দ্বিতীয় ঢেউয়ে আমরা এখন চলছি। আগামীতে যদি তৃতীয় ঢেউ আসে সেই বিষয়ে কি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়েই মূলত বৈঠকে আলোচনা হয়। শহরের বিভিন্ন বাজারে ভিড় বাড়ছে। তাই ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে আলোচনা করা হয়েছে যাতে এলাকাগুলোয় প্রতিটি সাধারণ মানুষ মাস্ক ব্যবহার করেন- তার দিকে নজর রাখতে হবে। পাশাপাশি টোটোতে নিয়ম মেনে যাতে চলাফেরা করা যায় সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে। ভবিষ্যতে প্রশাসনিক লেভেলে নাকা চেকিং করার একটি পরিকল্পনা রয়েছে বলে জানান চেয়ারপারসন। সেক্ষেত্রে একটি কমিটি গঠন করে ওই অভিযানে নামা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

Developed by