Breaking
25 Dec 2024, Wed

ক্যামেরার সামনে পরীক্ষা ব্যবস্থার প্রতিবাদে ছাত্র বিক্ষোভ কৃষ্ণনগর পলিটেকনিক কলেজে

জেএনএফ ওয়েব ডেস্ক:-ক্যামেরার সামনে পরীক্ষা ব্যবস্থার প্রতিবাদে ছাত্র বিক্ষোভ কৃষ্ণনগর পলিটেকনিক কলেজে।
বর্তমান কোভিড পরিস্থিতিতে সমস্ত রকম সরকারি বেসরকারি স্কুল কলেজ ইনস্টিটিউশন দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার কারণে অনলাইন পরীক্ষা ব্যবস্থার পথ বেছে নিতে হয়েছে সরকারি বেসরকারি  শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে। ফলে সম্প্রতি অনলাইনে ক্যামেরার সামনে পরীক্ষা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে সরকারি ও বেসরকারিভাবে। মূলত তারই প্রতিবাদে ক্যামেরার সামনে পরীক্ষা দেওয়া সম্ভব নয় এই দাবীতে শুক্রবার দুপুরে কৃষ্ণনগর বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে সামনে বিক্ষোভ দেখালো কলেজ পড়ুয়ারা। তাদের দাবি, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের বহু ছেলেমেয়েরা এই কলেজে পড়াশোনা করে, উন্নত মানের ডিভাইস ব্যবহার করা তাদের পক্ষে সম্ভব নয়, পাশাপাশি অনেক ছাত্র-ছাত্রী রয়েছেন যারা বসবাস করেন জেলার সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম্য এলাকায়।যেখানে ইন্টারনেট পরিষেবা সঠিকভাবে পৌঁছায় না, যার ফলে অনলাইনে ক্যামেরার সামনে পরীক্ষা দিতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে ছাত্রদের। এছাড়াও এখনো পর্যন্ত অনলাইনে ক্লাস করতে গিয়েও তারা একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন ফলে ক্যামেরার সামনে পরীক্ষা দিতে তাঁরা কোনোভাবেই প্রস্তুত নন। ফলে তাদের দাবি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করুন কলেজ কর্তৃপক্ষ। ক্যামেরার সামনে পরীক্ষা ব্যবস্থা অবিলম্বে বন্ধ করার দাবিতেই মূলত এই দিনের বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের ছাত্ররা।

Developed by