Breaking
24 Dec 2024, Tue

গাছ লাগান , প্রাণ বাচান এই শ্লোগানকে সামনে রেখে বনমহোৎসব সপ্তাহ উৎযাপন

জেএনএফ ওয়েব ডেস্ক :- গাছ লাগান , প্রাণ বাচান এই শ্লোগানকে সামনে রেখে বনমহোৎসব সপ্তাহ উৎযাপনে সামিল জলপাইগুড়ি পুরসভাও। ১৪ জুলাই থেকে ২০শে জুলাই পর্যন্ত চলছে বন মহোৎসব। সারা রাজ্যের পাশাপাশি তারই অঙ্গ হিসেবে শুক্রবার  জলপাইগুড়ির ব্যাস্ততম কদমতলা প্রাণ কেন্দ্রে গাছের চারা বিলি করলেন জলপাইগুড়ি পুরসভা। এদিন শহরের নাগরিকদের হাতে গাছের চারা তুলে দেন পুরসভার প্রশাসক বোর্ডের  চেয়ারম্যান পাপিয়া পাল । তিনি বলেন, গাছই অক্সিজেন দেয় সকলেই বাড়িতে গাছ লাগান। গাছ বাঁচলে আমরা বাচব। ১৪ থেকে ২০ জুলাই বন মহোৎসব কর্মসূচি  উপলক্ষে পুর সভার প্রতিটি  ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠীর  মাধ্যমে চারাগাছ বিলি করা হবে। শহরবাসীর  কাছে আবেদন শহরকে গ্রীন জলপাইগুড়ি , ক্লীন জলপাইগুড়ি করা হঊক।
এদিনের এই চারা গাছ বিলি কর্মসূচিতে  উপস্থিত ছিলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাত , সৈকত  চ্যাটার্জী , পুর সভার এক্সিকিউটিভ অফিসার বিজয় রায় সহ অন্যান্য পুর সভার আধিকারিকরা।

Developed by