জেএনএফ ওয়েব ডেস্ক :- এখন থেকে যারা ডুয়ার্সের রিসর্ট বা হোটেলে ঘুরতে আসবেন তাদের RTPCR টেস্ট করে আসতে হবে বা করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে আসতে হবে। জেলা প্রশাসনের জারি করা এমন নির্দেশিকায় বিপাকে পড়েছেন ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা। শুক্রবার তাই জলপাইগুড়ি জেলা শাসকের সাথে দেখা করেন গরুমারা রিসোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের সমস্যার কথা জানান জেলাশাসককে। সদস্যরা জানিয়েছেন, RTPCR টেস্ট এর সাথে র্যাট টেস্টকে মান্যতা দেওয়া হোক। তাতে করে তাদের সমস্যার সমাধান হবে। জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখার আস্বাস দিয়েছেন বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।