Breaking
23 Dec 2024, Mon

সামান্য বৃষ্টিতে এলাকায় এক হাঁটু জল জমে , ধান গাছ রোপন করে বিক্ষোভ গ্রামবাসীদের১

জেএনএফ ওয়েব ডেস্ক :- সামান্য বৃষ্টিতে এলাকায় এক হাঁটু জল জমে থাকে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এভাবেই দিন কাটাতে হয় ফালাকাটা ব্লকের বড়ডোবা এলাকার ১৩/১৮১ নং পাটের বাসিন্দাদের। এলাকার এই জল যন্ত্রনা থেকে মুক্তি পেতে চান এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চার পাঁচ বছর ধরে এই সমস্যায় ভুগছেন এলাকাবাসী । স্থানীয় প্রধান পঞ্চায়েতকে বহু বার বলেও কোন কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসী। শুক্রবার ওই জমা জলে ধান গাছ রোপন করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাঁরা জানিয়েছেন, এই ধান গাছ বড় হলে সেই ধান বিক্রি করে রাস্তা সারাই করা হবে। স্থানীয় প্রশাসনের প্রতি উদাসীনতার অভিযোগ আনছেন তারা। এই বিষয়ে ফালাকাটা বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, “এলাকাটি পুরসভার মধ্যে পড়েছে, তাই পুরসভার কাজের মাধ্যমে রাস্তা সংস্কার করা হবে।”

Developed by