Breaking
25 Dec 2024, Wed

নির্বাচনে মাননীয়ার স্লোগানের কথা মত রাজ্যে এখন খেলা হচ্ছে ; শুভেন্দু  অধিকারী

জেএনএফ ওয়েব ডেস্ক :- ভোট প্রচারের সময় মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্র বাহিনী কত দিনের আর মঞ্চের নিচে থেকে জনগণ বলেছিলেন খেলা হবে'” সেজন্যই রাজ্যে এখন খেলা হচ্ছে। বেছে বেছে বিজেপি সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই হামলা থেকে বাদ যায়নি দরিদ্র কৃষক থেকে অটোচালক রিকশাচালক জিবি মানুষ থেকে শুরু করে বিধায়করা পর্যন্ত । এদিন নদিয়া চাকদা এসে রাজ্য সরকারকে এই ভাষাতে আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।কেন্দ্র সরকার প্রতিটি বিধায়কের নিরাপত্তার কথা ভেবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে বলেই আজ সকল বিধায়ক জীবিত আছে । তা না হলে প্রত্যেক বিধায়কেই হসপিটালে দেখতে যেতে হতো। এই ভাবে আক্রমণ করলেন আজ চাকদহের ভবানীপুরে বিধায়ক অসীম বিশ্বাস এর বাড়িতে এসে ।বিধায়ক অসীম বিশ্বাস এর উপর আক্রমণ এবং তৃণমূল দুষ্কৃতীদের হুমকির জন্য আতঙ্কিত হয়ে গেছিলেন বিধায়ক অসীম বিশ্বাস। বিধায়ক অসীম বিশ্বাসের মনোবল বাড়াতে আজ চাকদাহের ভবানীপুরে অসীম বিশ্বাসের বাড়িতে এসে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ চাকদাহতে এসে শুভেন্দু অধিকারী জানান রাজ্যজুড়ে বিজেপির একাধিক নেতৃত্বের উপর আক্রমণ ও ভয়-ভীতি তৈরি করে ভয় দেখাচ্ছেন তৃণমূলের দুষ্কৃতীর। তাই আমি আজ অসীম বিশ্বাসের বাড়িতে এসে জানাতে চাই তার পাশে শুধু আমি নয় আমাদের ভারতীয় জনতা পার্টির সকল সদস্য রয়েছে। মূলত আজ এই অসীম বিশ্বাস এর বাড়িতে আসার মূল লক্ষ্য কর্মীদের মধ্যে মনোবল বাড়ানো। আজ শুভেন্দু অধিকারী কে পেয়ে বিধায়ক অসীম বিশ্বাস গানও বেধে ফেললেন। দীর্ঘক্ষণ ধরে চলল গানের আসর। ভ্যাকসিন কাণ্ড নিয়ে ওয়াজ শুভেন্দু অধিকারী মুখ খুললেন। আজ মূলত রাজ্য সরকারকে বিভিন্ন ভাবে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। ভ্যাকসিন দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে সক্ষম রাজ্য সরকার।

Developed by