জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়ি রবীন্দ্র ভবনের সামনে করলা নদীর উপর অসমাপ্ত বিকল্প সেতু নিয়ে ফের বৈঠক অনুষ্ঠিত হল জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন দপ্তরে। বৃহস্পতিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, পুরো প্রশাসক সন্দীপ মাহাতো ছাড়াও জমিদাতাদের অনেকেই। বৈঠকের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন বলেন, মাঝে জমি নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল। জমিদাতাদের সাথে এদিন সবিস্তারে সব আলোচনা হয়েছে। এখন আর কোন সমস্যা নেই। দুজন জমি দাতার জমি সংক্রান্ত বিষয় বুঝতে একটু সমস্যা হয়েছিল। এখন সব মিটে গেছে। দ্রুতই সেতুর কাজ এখন শুরু হবে বলে জানান তিনি। অন্যদিকে জমিদাতাদের মধ্যে অন্যতম প্রসেনজিৎ দে বলেন, এ দিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কাগজ পত্রের সমস্ত সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এই সেতু তৈরি হলে শহরবাসীর যাতায়াতের পক্ষে একটি নতুন দুয়ার খুলে যাবে বলেও জানান তিনি। দ্রুত সেতু হোক তারাও চাইছেন। তাদের দাবি, ড্রেনেজ সিস্টেম করা হোক, নতুন রাস্তার পাশ দিয়ে। সে দাবিও তারা এসজেডিএ কে জানিয়েছেন বলে জানান প্রসেনজিৎ বাবু।