Breaking
26 Dec 2024, Thu

নদীয়ার ভীমপুর থানা এলাকায় মধ্যরাতে দুঃসাহসিক চুরি

জেএনওফ ওয়েব ডেস্ক :- দুঃসাহসীক চুরি ,নদীয়ার ভীমপুর থানার ডহরপোতায় লোহার গেটের তালা কেটে দুঃসাহসী চুরি তূনমুল কংগ্রেসের সদস্য সঞ্জীত ঘোষের বাড়িতে । এলাকাবাসী কাছে ঘটবাবু নামে পরিচিত এই সদস্য । আনুমানিক রাত্রি ২টা নাগাদ গেটের তালা কেটে দোতলায় উঠে দুটি ঘড়ে ঢুকে আলমারি তালা কেটে দুঃসাহসী চুরি । নগত পাঁচ লাখ টাকা ২০ ভরি সোনার গয়না কাঁসা পিতলের বাসন সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা ।যাওয়ার সময় চোরেরা বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় । পরিবারের পক্ষ থেকে ভীমপুর থানায় ফোন করে । পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে  । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে পরিবারের সদস্যদের মুক্ত করে ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । তদন্তে ভীমপুর থানার পুলিশ । পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে । এলাকাবাসীর দাবি অবিলম্বে দোষীদের গ্রেফতার করা হোক । পরিবারের লোকজন আতঙ্কিত । এছাড়াও একই কায়দায় একই গ্রামে আরও চার বাড়ীতে চুরি যায় জিনিম পত্র । কাছাকাছি এক রাতে পাঁচ বাড়িতে চুরি হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী ।

Developed by