Breaking
1 Nov 2024, Fri

বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার গ্রাম মাগুরাতে গিয়ে ডাইনি ও কুসংস্কার নিয়ে সচেতনতা শিবির করল ‘মেদিনীপুর কুইজ কেন্দ্র স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি’


জেএনএফ ওয়েব ডেস্ক : বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার গ্রাম মাগুরাতে গিয়ে ডাইনি ও কুসংস্কার নিয়ে সচেতনতা শিবির করল ‘মেদিনীপুর কুইজ কেন্দ্র স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি’। সোসাইটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা জনপ্রিয় গায়ক সিধুও এদিন গিয়েছিলেন মাগুরা গ্রামে। কিছুদিন আগেই ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল ওই গ্রামের বাসিন্দা ফাগু মাণ্ডিকে। এমনকি তাঁর পরিবারের উপর হুমকিও জারি করা হয়েছিল। এদিন গ্রামের মানুষদের সাথে নিয়ে ডাইনি বিষয়ক বিশেষ তথ্যচিত্র দেখানো হয় এবং বোঝানো হয় ডাইনি বলে কিছুই নেই। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট গায়ক সিদ্ধার্থ রায়। সোসাইটির সদস্য ভাস্করব্রত পতি স্লাইড শোয়ের মাধ্যমে এবং গৌতম বোস বক্তব্যের মাধ্যমে গ্রাসবাসীদের বোঝান ডাইনি বা কুসংস্কার নিয়ে। নিগৃহীত ফাগু মাণ্ডি এবং তাঁর স্ত্রী ছিতামনি মাণ্ডি সহ গ্রামের মোড়ল পূর্ণ সোরেনরা উপস্থিত ছিলেন। সকলকে সঙ্গে নিয়ে সোসাইটির সদস্যরা তাঁদের সমস্যার সমাধান করে দেন। এছাড়াও স্যানিটারি ন্যাপকিন নিয়ে গ্রামের মহিলাদের সচেতনতা বিষয়ক আলোচনা করেন শিক্ষিকা সুতপা বসু ও গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রী কাপুরমণি হাঁসদা। গ্রামের চল্লিশটি আদিবাসী পরিবারের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ এবং নতুন জামাকাপড়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রিঙ্কু চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সম্পাদক মৌসম মজুমদার, আল্পনা দেবনাথ বসু, সুভাষ জানা, কৃষ্ণপ্রসাদ ঘড়ারা।

Developed by