Breaking
25 Dec 2024, Wed

রাস্তা থেকে উদ্ধার হওয়া কাগজপত্র ফিরিয়ে দিল সুবর্ণরৈখিক ‘আমরকার ভাষা আমারকার গর্ব’ গ্রুপ


জেএনএফ ওয়েব ডেস্ক :
বুধবার রাস্তা থেকে উদ্ধার হওয়া কাগজপত্র ফিরিয়ে দিল সুবর্ণরৈখিক ‘আমরকার ভাষা আমারকার গর্ব’ গ্রুপের সদস্যরা। এদিন দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থেকে তপশিয়ার দিকে যাচ্ছিলেন ‘আমরকার ভাষা আমারকার গর্ব’ গ্রুপের কয়েকজন সদস্য। ওই সময় গোপীবল্লভপুরের রাস্তায় কাগজপত্র পড়ে থাকতে দেখেন গ্রুপের সদস্য সৌভিক জানা। তখন তিনি বাকি সদস্যদের বিষয়টি জানান। কাগজপত্রের মালিক গোপীবল্লভপুর থানার হাতিমারা গ্রামের বাসিন্দা করুণাকরন মুর্মুর নাম ঠিকানা ও ফোন নম্বর লেখা রয়েছে। তাঁকে ফোন করে বিষয়টি জানান গ্রুপের অন্যতম পরিচালক শিক্ষক সুদীপকুমার খাঁড়া। ফোন পেয়ে তপশিয়া আসেন ২৩ বছরের যুবক করুনাকরন মুর্মু। তপশিয়ার সুরেন্দ্র বিদ্যাপীঠ প্রাঙ্গণে তাঁর হাতে গ্রুপের পক্ষ থেকে কাগজপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সুদীপ কুমার খাঁড়া, মুরলীধর বাগ, অনিমেষ সিংহ, প্রমিশপ্রতিম পাঁঞ্জা, শিব পাণিগ্রাহী, দীপক মন্ডল প্রমুখ। গ্রুপের পরিচালকদের পক্ষে বিশ্বজিৎ পাল বলেন,‘গ্রুপের সবার সহযোগিতায় এই কাজটি করতে পেরে আমরা খুশি।’ কাগজপত্র ফেরত পেয়ে গ্রুপের সদস্যদের ধন্যবাদও জানান করুণাকরন মুর্মু।

Developed by