Breaking
25 Dec 2024, Wed

বাগডোগরার গোঁসাইপুড়ে গরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে তিনটি গাড়ি,আহত ১০

জেএনএফ ওয়েব ডেস্ক :- বুধবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরার গোঁসাইপুড়ে গরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে তিনটি গাড়ি। এই ঘটনায় আহত ১০ জন। জানা গিয়েছে যে এদিন বাগডোগরার গোঁসাইপুড়ে একটি গরু রাস্তা পারাপার করছিল। এরপর সেই গরুটিকে বাঁচাতে একটি ছোট গাড়ি ব্রেক চাপেন। এবং পিছনে থাকা একটি আর্মি বাস ও অন্য একটি বাসও দুর্ঘটনার কবলে পড়ে। এই দেখে তরীঘরী স্থানীয়রা আহতদের উদ্ধার করে খবর দেন পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ। এরপর আহতদের প্রথমে বাগডোগরা এবং পরে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার বেশ কিছুক্ষণ বাগডোগরা নকশালবাড়ি যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

Developed by