জেএনএফ ওয়েব ডেস্ক :- বিজেপির বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যে বৃদ্ধি এবং পেট্রোল -,ডিজেল এবং রান্নার গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন জলপাইগুড়ি শহরে বিক্ষোভ দেখায় তৃণমুল ছাত্র পরিষদ। এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সমাজ পাড়ায় শেষ হয়। মিছিলের শুরুতেই ছিল ক্রিকেট খেলোয়ার হিসেবে সেঞ্চুরি করার নরেন্দ্র মোদির কাট আউট। তা দিয়ে প্রতিবাদের ভাষায় জানায় পেট্র পেট্রোলের দাম ১০০ ছুয়েছে। তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল । ছত্র পরিষদ নেতা দেজিত সরকার বলেন, পেট্রো পণ্যের অস্বাভাবিক মৃল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী জলপাইগুড়ি তৃণমুল ছাত্র পরিষদের ।পেট্রোপণ্যের আকাশছোঁয়া দাম। প্রতিদিন হু হু করে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য প্রতিদিন বেড়েই চলেছে রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম। এর জেরে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। কেন্দ্র সরকারের একটি বড়ো সেচ বসে আছে এই তেলের উপর । জনসাধারণের কথা চিন্তা করে পেট্রোল ডিজেলের উপর সেচ কমানোর দাবি রাখা হয়েছে। সাধারণ মানুষের নাভিশ্বাস । করোনা পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের দাম আকাশছোঁয়া। যতদিন না পেট্রোপণ্যের দাম না কমানো হয় ততদিনে পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান সংগঠনের নেতৃত্বরা।