Breaking
25 Dec 2024, Wed

ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিজেপির

জেএনএফ ওয়েব ডেস্ক :- ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। জলপাইগুড়ি জেলা বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চার পক্ষ থেকে বুধবার ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। তবে গতকাল ডেপুটেশনের বিষয়টি জানানোর পরেও এদিন অনুপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক বলে অভিযোগ বিজেপি নেতাদের । যে কারণে এদিন ডেপুটেশন দিতে আসলেও ডেপুটেশন দিতে না পারায় তারা জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ, মহিলা মোর্চার সভাপতি টিনা গাঙ্গুলি সহ অনেকে উপস্থিত ছিলেন। তবে করোনা বিধি মেনে এদিনের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে নাহলে জলপাইগুড়িতে এদিন যানজট হয়ে যেত বলে দাবি করেন জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ।

Developed by