Breaking
25 Dec 2024, Wed

শিলিগুড়ি মহকুমার বিধাননগরে সিপিএম ও বিজেপি ছেড়ে ১০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করল

জেএনএফ ওয়েব ডেস্ক :- বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে সিপিএম ও বিজেপি ছেড়ে ১০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করল। নতুনদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া ২ যুব তৃণমূলের সভাপতি সীতম পাল,ফাঁসিদেওয়া ব্লক ১ যুব তৃণমূলের সভাপতি আকতার আলি। এই বিষয়ে ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ বলেন যে এদিন বিধাননগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সিপিএমের ভোলা মন্ডল,বিজেপি নেতা রাজেন সরকার,নরজিত সরকার,আর এস এস এর সক্রিয় সদস্য দীপক দাস সহ শতাধিক কর্মী আমাদের দলে যোগদান করলো। তারা বুঝতে পেরেছে যে সত্যি মানুষের সেবা করতে চান তাহলে একমাত্র তৃণমূল কংগ্রেসে করতে পারবে। এবং মানুষের কাজ করতে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জিই একমাত্র ভরসা। এর পরেই আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের তাদের গ্রহণ করি। এর পাশাপাশি তিনি আরও যে এর পর আরও অনেক বড় একটি যোগদান কর্মসূচি রয়েছে।

Developed by