Breaking
26 Dec 2024, Thu

ডিউটি করে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশকর্মীর

জেএনএফ ওয়েব ডেস্ক:- ডিউটি করে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশকর্মীর। জানা যায় মঙ্গলবার রাতে জটেশ্বর পুলিশ ফাঁড়ি থেকে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ফালাকাটা – বীরপাড়া জাতীয় সড়কে কাজলী হল্ট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি । ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন হোম গার্ডে কর্তব্যরত বিমল রায় (৫০)। তার বাড়ি ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত বেংকান্দি এলাকায়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। পথেই মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় দশটা নাগাদ একটি পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনার জেরে ওই ডাম্পারটি রাস্তার পাশে উল্টে যায়। ওই সংঘর্ষে দুই জন গুরুতর জখম হয়। সেই দুইজন আহত ব্যক্তির মধ্যে পুলিশকর্মী বিমল রায় ও ডাম্পারের চালক ছিলো বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ ঘাতক গাড়ির উদ্ধার করার চেষ্টা করছে।

Developed by