Breaking
26 Dec 2024, Thu

৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির ,প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে

জেএনএফ ওয়েব ডেস্ক :- প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগ জানাতে গিয়ে আক্রান্ত একাধিক বিজেপি কর্মী। গুরুতর জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপি কর্মীরা। অভিযোগের তীর তৃনমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। মূলত তারই প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির।ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। সূত্রের খবর, গতকাল কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা প্রকল্প এবং 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি করছে তৃণমূল কংগ্রেস, তা নিয়েই একটি লিখিত অভিযোগ শান্তিপুর ভিডিও দপ্তরে করতে যান বিজেপি কর্মীরা। অভিযোগ তারা যখন ভিডিও দপ্তর থেকে বাইরে বেরিয়ে আসছিলেন তখন ঐ কয়েক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের। এরপর তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে বিজেপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় শান্তিপুর থানায়।এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় এদিন বিজেপির তরফ থেকে ৩৪নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। যদিও বিজেপি তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।এ বিষয়ে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান উৎপল পোশাক বলেন, বিজেপির তোলা অভিযোগ পুরোটাই ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেস কোন দুর্নীতি এবং কোন হামলার ঘটনায় জড়িত নয়। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Developed by