Breaking
27 Dec 2024, Fri

গোপীবল্লভপুর এলাকা থেকে উদ্ধার বিরল প্রজাতির ক্যামেলিয়ান

জেএনএফ ওয়েব ডেস্ক :- মঙ্গলবার ঝাড়গ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপক দাস ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এলাকায় কাজে গিয়েছিলেন। তিনি হাতিবাড়ি এলাকা থেকে বাড়িফেরার সময় গোপীবল্লভপুর থানার সূমিত্রাপুর এলাকায় তিন যুবক ওই বিরল প্রজাতির ক্যামেলিয়ান টি কে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে তাদেরকে ৫০০ টাকা দিয়ে ওই ক্যামেলিয়ান টি কে নিয়ে গোপীবল্লভপুর থানায় ফোন করে বন দফতর কে বিষয়টি জানানোর জন্য জানায় ।গোপীবল্লভপুর থানার পুলিশ খবর পেয়ে স্থানীয় বন দফতর কে বিষয়টি জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। বন দপ্তরের কর্মীদের হাতে ঝাড়গ্রাম শহরের বাসিন্দা দীপক দাস বিরল প্রজাতির ক্যামেলিয়ান টি তুলে দেন। বন দফতরের পক্ষ থেকে ক্যামেলিয়ান টি কে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং তার শারীরিক পরীক্ষা করে তাকে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়।

Developed by