Breaking
26 Dec 2024, Thu

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক অভিনব প্রতিবাদ মিছিল

জেএনএফ ওয়েব ডেস্ক:- মঙ্গলবার পেট্রোল ,ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের বিনপুর ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অভিনব পদ্ধতিতে গরুর গাড়ি নিয়ে প্রতিবাদ মিছিল করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা ফটিক মাহাতো,নবাব আলী সহ আরো অনেকে। ঝাড়গ্রাম জেলায় বিনপুর হাসপাতাল মোড় থেকে বিনপুর বাজার প্রায় দুই কিলোমিটারের বেশি গরুর গাড়ির মিছিল করে অভিনব পদ্ধতিতে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস।পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের নেতা ফটিক মাহাতো বলেন কেন্দ্র সরকার চুপ করে বসে রয়েছে।প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে।যেভাবে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়ছেন ।তাই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছেন।সেইসঙ্গে তিনি সর্বস্তরের মানুষকে এক হয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানান।

Developed by