জেএনএফ ওয়েব ডেস্ক :- রাজ্যে জনগণের ওপর বাড়তি করের বোঝা চাপিয়ে বিধান পরিষদ গঠন করা সহ দীর্ঘকাল যাবৎ জেল বন্দি সামাজিক ও রাজনৈতিক আন্দোলনকারী বন্দীদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে মঙ্গলবার বিকেলে সারা রাজ্যের পাশাপাশি কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় এলাকায় এক প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন এস ইউ সি আই কৃষ্ণনগর আঞ্চলিক কমিটির কর্মী-সমর্থকরা। তাদের দাবি, বর্তমানে কয়েক হাজার কোটি টাকার ঋণের বোঝা ঘাড়ে নিয়ে রাজ্য চালাতে হচ্ছে তৃণমূল শাসিত রাজ্য সরকারকে। তার ওপর বিধান পরিষদ গঠন হলে আরো বেশি করে করের বোঝা চাপতে পারে রাজ্যবাসীর ঘাড়ে। পাশাপাশি এখনো পর্যন্ত দেশ ও রাজ্যের বিভিন্ন কারাগারে ১৪ বছর অতিক্রান্ত হয়ে গেলেও বন্দি রয়েছেন বহু সামাজিক ও রাজনৈতিক কর্মীরা। মূলত তাদের নিঃশর্ত মুক্তির দাবি সহ বিধান পরিষদ গঠনের বিরোধিতা ও দিল্লিতে ক্ষমতাসীন বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি কৃষ্ণনগরের রাজপথে নেমে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এসইউসিআই কর্মী-সমর্থকরা বলে এইদিনে র বিক্ষোভ মঞ্চ থেকে জানান এসইউসিআই নদীয়া জেলা কমিটির সদস্য তথা কৃষ্ণনগর আঞ্চলিক কমিটির সম্পাদক কমল দত্ত।