Breaking
2 Nov 2024, Sat

অনুপমের গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের হ্যাটট্রিক

জেএনএফ ওয়েব ডেসিকপরপর তিন বছর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হ্যাটট্রিক করলেন বাঙালি যুবক অনুপম সরকার। বাঙালি যখন জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবে মাসির বাড়িতে আগমন নিয়ে আনন্দে মেতে উঠেছেন। তখনই পত্র বাহক ওই দিনই এক গ্রামের বাঙালি যুবকের হাতে পৌঁছে দিলেন তার কর্মকাণ্ডের সাফল্যের আনন্দবার্তা। তিনি পেশায় বাচিক শিল্পী। নদীয়ার বাবলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে তার বাড়িতে বসে এই কৃতিত্ব অর্জন করলেন। 2018 সালে তিনি প্রথম স্ট্যাপলার পিন দিয়ে পৃথিবীর সর্ববৃহৎ শেকল অর্থাৎ চেন তৈরি করে এই রেকর্ডের অংশীদারি হন। তার দাবি শৃঙ্খলা পরায়ন ভাবে সারা দেশের সর্ব ধর্মের মানুষকে এক সাথে বাধার উদ্দেশ্য নিয়ে তারে উপস্থাপনা। পরবর্তীতে 2019 সালে আপেলের বীজ দিয়ে সর্ববৃহৎ মালা তৈরি করে দ্বিতীয়বারের জন্য এই স্বীকৃতি লাভ করেন। এরপর দুই হাজার কুড়ি সালে বীর জওয়ানদের শ্রদ্ধা ও সম্মান জানাতে দেশলাই কাঠি দিয়ে তৈরি করেন অমর জওয়ান জ্যোতি। এবং তৃতীয় বারের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড সর্বোচ্চ ২৭ হাজার ২৯০ টি দেশলাই কাঠি দিয়ে এই প্রতীক তৈরি করে সর্বোচ্চ রেকর্ড অধিকারী হন এবং পরপর তিনবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড সবোর্চ্চ রেকর্ড করে তিনি সাফল্যের হ্যাটট্রিক  করলেন।

Developed by